Home » ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত থেকে ৬ বাংলাদেশি আটক

ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত থেকে ৬ বাংলাদেশি আটক

ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে রাজ্য পুলিশ। গত শনিবার তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ছয়জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। পরে আটককৃতদের বাংলাদশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সীমান্তের কাছ থেকে ওই ছয় বাংলাদেশিকে আসাম পুলিশ আটক করেছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

এ দিকে বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসামে আটককৃত বাংলাদেশিরা হলেন, মো. দিদারুল ইসলাম, সেন্টু খান, ইসমাইল হুসাইন রাহাত, সাকিব হুসাইন,

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *