সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিবার (৮ ডিসেম্বর) ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে গেছেন। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা আরও জানিয়েছেন, সেনা মোতায়েনের কোনও চিহ্ন ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।
বিদ্রোহীরা দাবি করছে যে বাশার আল-আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছেন।
বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে, ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। ইলিউশিন৭৬ বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার ৯২১৮। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি।
তাদের দাবি, এটি পূর্বদিকে উড়েছিল। তারপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে, এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়।
এর মাধ্যমে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাষনের অবসান হলো বলে দাবি করেছে বিদ্রোহীরা।