ঘরের মাঠে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ মেয়েরা। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ টাইগ্রেসরা। তিন ম্যাচ সিরিজের প্রথম তী-টোয়েন্টিতে আইরিশদের বড় লক্ষ্য তাড়ায় আশা জাগিয়েও ১২ রানে হেরেছিল নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় ৪৭ রানে হেরেছে স্বাগতিকরা।
শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছিল আয়ারল্যান্ডের মেয়েরা৷ জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ৮৭ রানে গুঁটিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
ইনিংস শুরুর পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার (১০), শারমিন আক্তার (৩৮) ও স্বর্ণা আক্তার (২০) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো স্বাগতিকেরা আর পারেনি লড়াইয়ে ফিরতে। বিরুদ্ধ স্রোতে যা একটু উইকেটে টিকে ছিলেন শারমিন।
আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ওরলা পেন্ডারগাস্ট। বাংলাদেশের দুই ওপেনারকেই ফেরান তিনি। দুটি করে উইকেট পেয়েছেন আরলিন কেলি ও লরা ডিলানি।
এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় আইরিশ মেয়েরা। অ্যামি হান্টার (২৩) ও গ্যাবি লুইসের (১৪) ওপেনিং জুটিতেই পেয়ে যায় ৩৪ রান। সেই জুটি ভাঙেন নাহিদা আক্তার। এরপরই ম্যাচ ফেরে বাংলাদেশ। পাওয়ার প্লেতে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ডের ১২.৩ ওভারে স্কোর দাঁড়ায়—৭৫ /৩। মাথা ব্যথার কারণ হয়ে ওঠা পেন্ডারগাস্টকেও ফেরান নাহিদা। আইরিশ ব্যাটার ২৫ বলে করেন ৩২ রান।
এরপর আইরিশদের রানের চাকা সচল রাখেন লরা ডিলানি। তাঁর ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।