জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিএড পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত ফলাফলে পাশের হার ও প্রশিক্ষণার্থীবৃন্দের সংখ্যার দিক দিয়ে সিলেটস্থ সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট বিভাগে প্রথম স্থানসহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে সিজিপিএ মান অনুসারে ২১১ জন প্রথম বিভাগে, ০৪ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন, পাশের হার ৯৯℅।
২০০৬ সালে প্রতিষ্ঠিত কলেজটি বিএড পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্যের সোনালী স্বাক্ষর রেখে চলেছে। গুনগত মান বজায় রেখে বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বনামধন্য অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের দক্ষ পরিচালনায় ও প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির মহোদয়ের দূরদর্শী নির্দেশনায় সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ ইতোমধ্যে প্রশিক্ষণার্থীর সংখ্যা ও ফলাফলের দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টিটি কলেজ গুলোর মধ্য এক অনন্য স্থান অর্জন করেছে। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট