Home » রোনালদো নয় পর্তুগালকে নিয়েই ভাবছে উরুগুয়ে

রোনালদো নয় পর্তুগালকে নিয়েই ভাবছে উরুগুয়ে

ডেস্ক নিউজ: শনিবার দিবাগত রাত ১২টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। পর্তুগিজদের প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোই গ্রুপ পর্বে ছিলেন পাদপ্রদীপের আলোয়। এমন অবস্থায় প্রতিপক্ষের শুধুমাত্র একজনকে নিয়েই ভাবতে রাজি নয় উরুগুয়ে। তারা ভাবছে পুরো পর্তুগালকে নিয়েই। উরুগুয়ে ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটসের অভিমত ঠিক তেমনটাই।রোনালদো নয় পর্তুগালকে নিয়েই ভাবছে উরুগুয়ে ম্যাচের আগে রোনালদোর প্রসঙ্গ আসতেই তার উত্তর, ‘ওদের দলটা দীর্ঘদিন ধরে একই সঙ্গে খেলছে। ওদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যেমন-রোনালদো। যেহেতু সে বিশ্বসেরাদের একজন। তাই আমাদের কাছ থেকে সেই শ্রদ্ধাটাই পাবে।’ তাই বলে শুধু রোনালদোকে নিয়েই পড়ে থাকবে না উরুগুয়ে। কোটসের মতে, ‘তাই বলে আমরা শুধু একজনকে নিয়েই প্রস্তুতি নিবো না। প্রস্তুতিটা থাকবে পুরো দলকে নিয়েই।’

তবে রোনালদোকে সামলাতে পুরো দলই তটস্থ থাকবে বলে জানালেন কোটস, ‘আমরা সবাই ডিফেন্ড করবো।পুরো দলই তখন নিজ থেকে ভূমিকা রাখবে।’

সোচিতে অনুষ্ঠেয় ম্যাচে কে এগিয়ে থাকবে? এমন প্রশ্নে কাউকেই এগিয়ে রাখলেন না দলটির আরেক মিডফিল্ডার মাতিয়াস ভেসিনো, ‘আমার মতে ম্যাচটিতে ভারসাম্যপূর্ণ দুটি দলের খেলা হবে। খেলার গভীরতা যত গড়াবে তত বোঝা যাবে পরিস্থিতি। খেলার মানই বলে দেবে কারা এগিয়ে থাকবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *