Home » শেষ পর্যন্ত লড়ে যাবে আর্জেন্টিনা

শেষ পর্যন্ত লড়ে যাবে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ: একে দলের পারফরম্যান্সের অবস্থা নাজেহাল, এর ওপর আবার ‘গৃহযুদ্ধের’ গুঞ্জন! কোচ হোর্হে সাম্পাওলিকে নাকি চাইছেন না আর্জেন্টিনার খেলোয়াড়। ভেতরের খবর যাই হোক, ৫৮ বছর বয়সী এই কোচ চাকরি টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর লিওনেল মেসিরা নাকি বিদ্রোহ করেছিলেন কোচের বিরুদ্ধে। অনেক সংবাদমাধ্যমের খবর ছিল, আর্জেন্টিনার খেলোয়াড়রা সাম্পাওলিকে বরখাস্ত করার অনুরোধ করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে, একই সঙ্গ জেনারেল ম্যানেজার হোর্হে বুরুচাগাকে কোচ হিসেবে চেয়েছে। যদিও নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে সাম্পাওলি পেয়েছেন বিশ্বকাপের প্রথম জয়। ৮৬ মিনিটে মার্কোস রোহোর লক্ষ্যভেদে ২-১ গোলে জয়ে বিশ্বকাপে টিকে থাকে তারা।

আপাতত পরিস্থিতি ঠিক হলেও গুঞ্জন আছে, বিশ্বকাপের পর চাকরি হারাচ্ছেন সাম্পাওলি। সাবেক চিলি ও সেভিয়া কোচ অবশ্য আর্জেন্টিনার কোচ হিসেবেই থাকতে চাইছেন। আর এজন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তার, ‘আমার চুক্তি আছে। আর আমার চাকরির আশেপাশের সবকিছুতেই আমি সুখী। তাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এখানে (সংবাদ সম্মেলন) আমি সবসময়ই আসব।’

আরেকটি বিষয় নিয়ে গত কয়েকদিন আলোচনা হয়েছে খুব। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সের্হিয়ো আগুয়েরোকে মাঠে নামবেন কিনা, সেটা জানতে মেসিকে নাকি জিজ্ঞেস করেছিলেন সাম্পাওলি। যদিও আর্জেন্টাইন কোচের বক্তব্য, বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সাম্পাওলি বলেছেন, ‘হ্যাঁ, ওই মুহূর্তের কথা আমার মনে আছে। তবে আমি যা কিছু করি, তা ব্যক্তিগতভাবেই করি। ওটা স্বাভাবিক খেলোয়াড় বদলের ঘটনাই। বিষয়টিকে যেভাবে বলা হচ্ছে, আসলে তা নয়।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *