দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা।এর আগে ২০০৯ সালে গ্রেনাডা টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। দেশ-বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি ছিল ৬ বছর পর জয়।চতুর্থ ইনিংসে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৮৫ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এই জয় এনে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
* বাংলাদেশ: ১৬৪ ও ২৬৮ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮; রোচ ৩/৩৬, আলজারি ৩/৭৭)
* ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ ও ১৮৫ (হজ ৫৫, ব্রাফেট ৪৩; তাইজুল ৫/৫০, হাসান ২/২০, তাসকিন ২/৪৫)
ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম।
সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ সমতা।
প্লেয়ার্স অব দ্য সিরিজ: তাসকিন আহমেদ ও জেডন সিলস।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দল ২০২৪ সালের টেস্ট অভিযান সফলভাবে শেষ করল।
প্রতিনিধি