Home » আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সিলেটে

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সিলেটে

বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছেন আয়ারল্যান্ড নারী দল। মঙ্গলবার বিকাল ৩টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটে আসে দলটি। এর আগে বেলা ২টায় সিলেটের মাটিতে পা রাখে নিগার সুলতানা জ্যোতিরা।

বিমানবন্দর থেকে দুই দলই চলে যায় হোটেলে। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আজ বিশ্রাম করবে দুই দল।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ডে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *