Home » চলচ্চিত্রে সেরা কারিনা-দিলজিৎ

চলচ্চিত্রে সেরা কারিনা-দিলজিৎ

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর গতকাল রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বছরের অনুষ্ঠানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়া হয়। এসব ক্ষেত্রে অবদানের জন্য ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা। অনুষ্ঠানে ওটিটি ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক, টেকনিক্যাল এক্সপার্টও উপস্থিত ছিলেন।ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর গতকাল রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বছরের অনুষ্ঠানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়া হয়। এসব ক্ষেত্রে অবদানের জন্য ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা। অনুষ্ঠানে ওটিটি ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক, টেকনিক্যাল এক্সপার্টও উপস্থিত ছিলেন।অন্যদিকে ‘জানে জান’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর খান। সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটি কালিম্পং ভিত্তিক এবং কেইগো হিগাশিনোর সর্বাধিক বিক্রিত উপন্যাস ‘ডেভিশন অব সাসপেক্ট এক্স’ র অফিসিয়াল রিমেক।

যারা পেলেন পুরস্কার

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ফিল্মস ক্যাটাগরি থেকে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

সেরা চলচ্চিত্র (ওয়েব অরিজিনাল): অমর সিং চামকিলা
সেরা পরিচালক (ওয়েব অরিজিনাল ফিল্ম): ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা অভিনেতা (ওয়েব অরিজিনাল ফিল্ম): দিলজিৎ দোসাঞ্জ (অমর সিং চামকিলা)

সেরা অভিনেত্রী (ওয়েব অরিজিনাল ফিল্ম): কারিনা কাপুর খান (জানে জান)

সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েব অরিজিনাল ফিল্ম): জয়দীপ আহলাওয়াত (মহারাজ)

সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েব অরিজিনাল ফিল্ম): ওয়ামিকা গাব্বি (খুফিয়া)

সেরা সংলাপ (ওয়েব সিনেমা): ইমতিয়াজ আলি ও সাজিদ আলি (অমর সিং চমকিলা)

সেরা মৌলিক চিত্রনাট্য (ওয়েব অরিজিনাল ফিল্ম): ইমতিয়াজ আলি ও সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রগ্রাহক (ওয়েব অরিজিনাল ফিল্ম): সিলভেস্টার ফনসেকা (অমর সিং চামকিলা)

সেরা প্রোডাকশন ডিজাইন (ওয়েব অরিজিনাল ফিল্ম): সুজান ক্যাপলান মেরওয়ানজি (দ্য আর্চিস)

সেরা সম্পাদনা (ওয়েব অরিজিনাল ফিল্ম): আরতি বাজাজ (অমর সিং চামকিলা)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক (ওয়েব অরিজিনাল ফিল্ম): এ আর রহমান (অমর সিং চামকিলা)

সেরা সাউন্ড ডিজাইন (ওয়েব অরিজিনাল ফিল্ম): ধীমান কর্মকার (অমর সিং চামকিলা)

সেরা কাহিনী ও ওয়েব অরিজিনাল ফিল্ম: জোয়া আখতার, অর্জুন বরাইন সিং ও রিমা কাগতি (খো গায়ে হাম কাহাঁ)

সেরা মিউজিক অ্যালবাম (ওয়েব অরিজিনাল ফিল্ম): এ আর রহমান (অমর সিং চামকিলা)
সেরা নবাগত পরিচালক (ওয়েব ফিল্ম): অর্জুন বরায়ন সিং (খো গায়ে হাম কাহাঁ)

সেরা ডেবিউ মেল (ওয়েব ফিল্ম): বেদাং রায়না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *