Home » সিলেটে কমছে না সবজির দাম

সিলেটে কমছে না সবজির দাম

বেশ কিছু দিন ধরেই সিলেটের সবজির বাজার অস্থিতিশীল। বেশি দামের চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সাধারণত শীতের সবজি বাজারে আসার পর দাম কমে। সিলেটের বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম। এ অবস্থায় সীমিত বাজার করছেন মধ্য আয়ের মানুষেরা। আর নিম্ন আয়ের অনেক ক্রেতারা কিনতে না পেরে অপেক্ষায় আছেন দাম কমার।

রবিবার (১ ডিসেম্বর) সিলেট মহানগরের কাঁচাবাজারগুলোতে গিয়ে দেখা যায়, থরে থরে সাজানো আছে শীতকালীন সবজি।
বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। শিম, টমেটো, গাজর, নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে। সবচেয়ে কম দামে মিলছে পেপে, মূলা, ফুলকপি, বাধাকপি। তবে এগুলোর দামও ৫০ টাকার উপরে।

শীতের ভরা মৌসুমেও সিলেট মহানগরের বিভিন্ন বাজারে সবজির দাম চড়া। মরিচ, পেঁয়াজ, আলু, চিচিঙ্গা, বেগুনসহ নিত্যদিনের সব সবজির দামই ক্রয় ক্ষমতার বাহিরে।

মধ্য আয়ের মানুষেরা কমবেশি বাজার করতে পারলেও বিপাকে পড়েছেন শহরের নিম্ন আয়ের মানুষেরা। পরিবারের প্রতিদিনের তিন বেলা খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন তারা। পাইকারি দামেও সবজি কিনতে পারছেন না অনেকে।

ক্রেতারা জানান, গত সপ্তাহের সঙ্গে তুলনায় অনেক সবজির দাম কেজিতে ২-৫ টাক কামেছে। তবে তা এখনো অনেক বেশে। সাধারণ ক্রেতারা একরকম অসহায় হয়ে গেছে। যেভাবে দাম বাড়ে সেভাবে কমে না। এই মৌসুমে সবজির দাম অনেক কম থাকার কথা। কিন্তু বাজারের যে অবস্থা, দাম কমার কোন লক্ষণ নেই। সরকারের কোন পদক্ষেপ চোখে পড়ে না।

ব্যবসায়ীদের জানা, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না। তাই সবজির দাম এখনও বাড়তি। শীতের সময় চলে আসছে। বাজারে সবজিও বাড়ছে। তাই সামনে সবজির দাম আরও কমবে। আশা করা যাচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে সবজির দাম ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *