Home » ছাতকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৮

ছাতকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৮

সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৮৫ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ছাতক পৌরশহরের চরেরবন্দ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ বীর (রিয়ার)১১পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ।

আটককৃতরা হলেন চরেরবন্দ মহল্লার মৃত হাসিম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ (৩৪), মৃত হুশমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩৮) ও জমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৮)।

তাদের কাছ থেকে ৪৪ বোতল এসি ব্ল্যাক, ৪১ বোতল অফিসার চয়েজ ও দুইটি মোবাইল ফোন এবং নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়।
থানা পুলিশে তাদেরকে হস্তান্তরের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, গেল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পেপার মিলস সড়কে ডাকাত সন্দেহে ছাতক ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহলরত দল অভিযান চালিয়ে নোয়াগাড়িতে দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে আজির মিয়া (২৩), আবদুস সালামের ছেলে রবিউল আলম (২৩) ও জাহাঙ্গীর আলম (৩৪), একই গ্রামের আনফর আলীর ছেলে মুরাদ হোসেন (২০), সিলেটের জালালাবাদ থানাধীন লালারগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে গাড়ি চালক খোয়াজ আলী (৫৫)।

তাদেরকে অস্ত্র আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে এখানের সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *