Home » সিসিক নির্বাচনে সংরক্ষিত আসনে ভোটযুদ্ধে ৬৩ নারী

সিসিক নির্বাচনে সংরক্ষিত আসনে ভোটযুদ্ধে ৬৩ নারী

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি আসনে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৯ নারী কাউন্সিলর পদে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৬৬ জন এর মধ্যে তিনজন ছাড়া বাকি সকলেই লড়াইয়ের মাঠে থেকে গেছেন।
জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, সংরক্ষিত ১ আসনে (১, ২ ও ৩ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আছিয়া বেগম, দিলরুবা ইসলাম, সালমা সুলতানা, কোহিনুর ইয়াসমীন ঝর্ণা, সন্ধ্যা লক্ষ্মি দে, রত্না বেগম।
সংরক্ষিত ২ আসনে (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শেলিনা রাজা, কুলসুমা বেগম পপি, রুনা বেগম, রেহানা ফারুক শিরিন, জাহানারা খানম মিলন, আমিনা কায়সার, আকতারুন নেসা বেগম।

সংরক্ষিত ৩ আসনে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী যারা ফেরদৌস আরা, মোছাম্মাৎ মিতা বেগম, রেবেকা বেগম, রেবেকা জাহান, মোছা. রেশমা বেগম, শ্যামলী সরকার, রোকসা খানম, আলিমুন।

সংরক্ষিত ৪ আসনে (১০, ১১ ও ১২ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মাসুদা সুলতানা, মোছা. রুহেনা খানম মুক্তা, রোজিনা আক্তার, সালমা আক্তার।

সংরক্ষিত ৫ আসনে (১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহানা বেগম শানু, মোছাম্মাৎ খালেদা বেগম হেনা, খোরশেদা আক্তার বিউটি, পাপিয়া চৌধুরী, দিবা রাণী দে, পারুল মজুমদার।

সংরক্ষিত ৬ (১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহানারা বেগম, রেহেনা ইয়াসমীন, রোকসানা আক্তার জলি, মোছা. কামরুন নাহার চৌধুরী, সিমলী বেগম, ইন্দ্রানী সেন, ফাতেমা জামান।

সংরক্ষিত ৭ আসনে (১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শামীমা স্বাধীন, নাজনীন আকতার কণা, ক্ষমা রাণী দে, মোছা. মাহমুদা নাজিম রুবি, ডায়না বেগম সুমাইয়া, নার্গিস সুলতানা, শিবানী দেব রায়, মোছা. মুক্তা বেগম, মোছা. নাসরিন ইসলাম, স্বপ্না বেগম।

সংরক্ষিত ৮ আসনে (২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোছা. হেনা বেগম, সালেহা কবীর শেপী, শারমিন আক্তার রুমী, জোসনা ইসলাম, রেবেকা আক্তার লাকী, রিনা বেগম।

সংরক্ষিত ৯ আসনে (২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আসমা বেগম, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সামিরুন নেসা, পারভিন বেগম, রুবি বেগম, নাসিমা চৌধুরী, লিজা আক্তার, আসমা বেগম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *