Home » দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভয়াল’

দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভয়াল’

শুক্রবার (২৯ নভেম্বর) দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’। বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সিনেমা। এ অভিনেতা বলেন, ‘সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’তিনি আরও বলেন, ‘সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।’

এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি বলেন, ‘পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ‘ভয়াল’ ছবি দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘‘ভয়াল’ গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘মোয়ানা ২’

বড় পর্দায় এসেছে ‘মোয়ানা ২’। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে সিনেমাটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর।

সিনেমাটি নিয়ে দর্শকদের উৎসাহ কতখানি তা বোঝা যায় বিশ্বজুড়ে অগ্রিম টিকিটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্য মতে, ‘মোয়ানা ২’ অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয় বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল সিনেমা হতে যাচ্ছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘উইকেড পার্ট ওয়ান’ এবং ‘ডিউন: পার্ট টু’ এর পরেই আছে ‘মোয়ানা ২’- এর অবস্থান। তাই আগের ছবির মতো এ ছবিও যে আলোড়ন তুলতে যাচ্ছে তা বলার অবকাশ রাখে না।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *