Home » বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তামিলনাড়ুর ৩ জেলায় রেড অ্যালার্ট

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তামিলনাড়ুর ৩ জেলায় রেড অ্যালার্ট

ভারতের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হতে পারে। এরই মধ্যে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

রেড অ্যালার্ট জারি করা হয়েছে তামিলনাড়ুর ৩টি জেলায়। বন্ধ রাখা হয়েছে সেসব এলাকার সব শিক্ষা-প্রতিষ্ঠান। ২৯ নভেম্বর পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া, বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে না যেতে নির্দেশ দেয়া হয়েছে। ঝড়ের প্রভাবে নিচু এলাকায় বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এছাড়া, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। ইতিমধ্যেই এই আট জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। তাই মঙ্গলবার থেকেই সেখানে স্কুল-কলেজ বন্ধ।

দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমন জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ হাজার ৬৩৪টি ত্রাণশিবির প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় জেনারেটর, নৌকাও মজুত রাখা হচ্ছে। দুর্যোগ বাড়লে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *