Home » বাবার ভালোবাসা বুঝার আগেই এতিম হয়ে গেল শিশু তাসকিয়া

বাবার ভালোবাসা বুঝার আগেই এতিম হয়ে গেল শিশু তাসকিয়া

চট্টগ্রাম আদালত এলাকার অদূরে ইসকন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দেড় বছরের শিশুকন্যা মাসুরা ইসলাম তাসকিয়া জানে না তার বাবা বেঁচে নেই। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নিহত আইনজীবী সাইফুলের বাসায় গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। বাসায় মা-স্ত্রী, আত্মীয়-স্বজন রয়েছেন। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের কান্না। প্রতিবেশীরাও তাদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। প্রতিবেশীরা জানান, ছাত্রজীবনে তুখোড় মেধাবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাশ করেছিলেন।

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি পাশ করে আইন পেশায় নিযুক্ত হন।নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায়। গত ১৫ বছর ধরে দরবেশহাট রোডস্থ নিজস্ব দালানে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।সাইফুলের মেয়ের নাম তাসকিয়া। তার স্ত্রী ইসরাত জাহান তারিন এখন চার মাসের অন্তঃসত্ত্বা। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন সাইফুল-তারিন দম্পতি।

কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তাদের। ফলে অনাগত সন্তানের মুখ আর দেখে যেতে পারলেন না অ্যাডভোকেট সাইফুল। অপরদিকে বাবার ভালোবাসা বুঝার আগেই এতিম হয়ে গেল তাসকিয়া।সাইফুলের বোন জান্নাত আরা বলেন, “ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের। অন্যদিকে তার স্ত্রী ইসরাত জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা। এখন বাচ্চা মেয়েটার কি হবে? আমার পরিবার তো শেষ হয়ে গেলো। অনাগত সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের।”

সাইফুলের ফুফাতো ভাই মো. মহিউদ্দিন জানান, পাঁচ ভাই দুই বোনের মধ্যে সাইফুল তিন নম্বর সন্তান। তিন বছর আগে বিয়ে করেন তিনি। তাদের সংসারে মাসুরা ইসলাম তাসকিয়া নামে দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।তার বড় মামা মোস্তাফিজুর রহমান বলেন, “সাইফুল ছোটবেলা থেকেই একজন নম্র-ভদ্র স্বভাবের ছিলো। সে দুষ্কৃতকারীর হাতে শহীদ হয়েছেন। পারিবারিকভাবে আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে বিচার চাই।”এদিকে, রাতে উপজেলার বটতলী স্টেশনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বক্তারা বলেন, আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *