ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টায় শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গোল চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করেন তারা। এসময় ‘ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী’ সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে’ ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘সন্ত্রাসী সংগঠন ইসকন একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে তারা আওয়ামী সন্ত্রাসীদের ভুমিকায় আবিষ্ট হয়েছে। কিছুদিন আগেও ইসকন সদস্যরা সন্ত্রাসী কায়দায় একজন পুলিশ সদস্যের উপর এসিড নিক্ষেপ করেছে।’ তারা আরো বলেন, ‘আমরা দেখে আসছি ইসকন নেতা ফ্যাসিস্ট হাসিনার তোষামোদি করে তাদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ অনতিবিলম্বে আজকে রাতের মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘আপনারা যদি সত্যিই বিপ্লবী সরকার হয়ে থাকেন তাহলে সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই। ইসকনের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হলে দ্রুত এদের গ্রেফতার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাশকে কলঙ্কযুক্ত করতে হবে। অন্যথায় এদের ছাত্র সমাজ মোকাবেলা করবে।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিরশির বলেন, ‘আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, কিন্তু ভারতের প্রেসক্রিপশনে যদি এই সম্প্রীতি ধ্বংসের পরিকল্পনা করা হয় তাহলে এদেশের আপামর জনতা দাঁতভাঙা জবাব দেবে।
প্রতিনিধি