বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চিন্ময় কৃষ্ণ দাস আটকের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের আটকের ব্যাপারে ডিএমপি আপনাদের জানাবে। আমরা জেনেছি তার নামে কোতোয়ালি থানায় মামলা আছে।’
সোমবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের জামালখানের চেরাগী মোড় বিক্ষোভ মিছিল করেছেন শত শত সনাতনীরা। এসময় তারা নানা প্রতিবাদী স্লোগান দেন। এরপরের চেরাগ মোড় চত্বরে মূল সড়কে বসে পড়েন। এতে বন্ধ হয়ে পড়ে সব ধরনের যান চলাচল৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দাবি করেন।