Home » ‘মেগা মানডে’ কর্মসূচি পালন করতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

‘মেগা মানডে’ কর্মসূচি পালন করতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার (২৫ নভেম্বর) ‘মেগা মানডে’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

সরেজমিন, কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ যেসব কলেজ গতকাল হামলায় জড়িত ছিল তাদের বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এদিন সকাল ১০টা নাগাদ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাদের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

‘মেগা মানডে’ কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন, ‘গতকাল সুপার সানডে ঘোষণা দিয়ে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।’

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আফতাব আহমেদ বলেন, ‘ডিএমআরসি আমাদের ওপর হামলা করে চরম অন্যায় করেছে। এর ফল তাদের ভুগতে হবে। আমার এখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা গতকাল আমাদের ক্যাম্পাসে হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ডিএমআরসি আর তাদের জায়গায় থাকবে না।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এবং হার্টবিট বুঝে ওদিকে অগ্রসর হতে পারি। কিন্তু এই মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাবে না। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।’

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী অনিক বলেন, ‘আমরা কোনোভাবেই সরকার এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে চাই না। তবে আমার ভাই বোনদের ওপর হামলার দাঁতভাঙা জবাব দিতে চাই। আমরা আমাদের সিনিয়রদের দিকনির্দেশনায় চলবো।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *