Home » সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার

সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হবে।

জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সিসিকের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। ওই সময় থেকে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকও আত্মগোপনে ছিলেন। এরপর ১৩টি মামলায় অন্যান্য নেতাকর্মীর সাথে তাকেও আসামি করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *