কিছুটা অবাক করার মতো বিষয়ই ছিল। আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জফরা আর্চার থাকবেন না, সেটা কী করে হয়! এমন প্রশ্ন ওঠার পরই মেগা নিলাম শুরুর দুই দিন আগে ইংলিশ এই পেসারের নাম নিলামে যুক্ত করা হচ্ছে, জানিয়েছে ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। আইপিএল এখনো যদিও আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেনি।
প্রথম ধাপে আর্চারের নাম না থাকার কারণটা তাঁর চোট। আর্চারের চোট ম্যানেজমেন্ট অনেক দিন ধরেই ইংল্যান্ড ক্রিকেটের আলোচিত বিষয়। চলতি বছরের মে মাসে ৩৮২ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন এই পেসার।
আসলে তাঁর চোটের সমস্যা আরও অনেক আগে থেকে। চোটের কারণে তিনি মিস করেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন দফা শল্যবিদের ছুরির নিচেও যেতে হয়েছে।