কাদের আগে ঠান্ডা করতে হবে, মার্কিনিওস তা বোঝেন। সংবাদ সম্মেলনে এসে তাই প্রথম কথাটা বললেন সমর্থকদের প্রতি, ‘জাতীয় দলকে সমর্থন ছেড়ে না দেওয়ার অনুরোধ করছি। আমাদের ছেড়ে যাবেন না।’
জাতীয় দল নিয়ে পিএসজি সেন্টার ব্যাকের এই অনুরোধের পেছনে কারণটা সম্ভবত সবারই জানা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ভালো খেলতে পারছে না। পয়েন্ট টেবিলে তাকালে ব্যাপারটা সেভাবে বোঝা যাবে না। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ ব্রাজিল। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তাঁরা পিছিয়ে ৫ পয়েন্টে। দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।