Home » ফ্রান্সের ‘আসল রূপ’, ইসরায়েলের চমক আর হলান্ডের আরেকটি হ্যাটট্রিক

ফ্রান্সের ‘আসল রূপ’, ইসরায়েলের চমক আর হলান্ডের আরেকটি হ্যাটট্রিক

উয়েফা নেশনস লিগে গতকালের রাতটি ছিল ঘটনাবহুল। দীর্ঘদিন পর তৃপ্তি পাওয়ার মতো এক জয় পেয়েছে ফ্রান্স। দুঃসময়ের বৃত্তে থাকা বেলজিয়ামের যন্ত্রণা বেড়েছে ইসরায়েলের কাছে হেরে। নরওয়ের হয়ে হ্যাটট্রিক করে রাতটা রাঙিয়েছেন আর্লিং হলান্ড। ফুটবলময় এই রাতের শুরুটা হয়েছিল প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৫–০ গোলের জয় দিয়ে।
ফ্রান্সের ‘আসল রূপ’
ইতালিকে গ্রুপের শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়ে নিজেদের ‘আসল রূপ’ দেখিয়েছে ফ্রান্স। লিগ ‘এ’–এর গ্রুপ ২–এর ম্যাচে আদ্রিয়েঁ রাবিওর জোড়া গোলে ফ্রান্সের জয় ৩–১ গোলে। সান সিরোর চেনা পরিবেশে ম্যাচের ২ মিনিটেই র‍াবিওর গোলে পিছিয়ে পড়ে ইতালি। স্বাগতিকদের বিপদ আরও বাড়ে ৩৩ মিনিটে আত্মঘাতী গোলে।

তবে ৩৫ মিনিটে আন্দ্রেয়া কাম্বিয়াসোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইতালি; যদিও শেষরক্ষা হয়নি। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন র‍াবিও। এ জয়ের পর ৬ ম্যাচ শেষে ইতালি ও ফ্রান্সের পয়েন্ট সমান ১৩ করে। তবে গোল–পার্থক্যে এগিয়ে থাকায় ফ্রান্সের অবস্থান শীর্ষে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *