চিকেনবল শুধু বাচ্চারা নয়, বড়রাও যথেষ্ট পছন্দ করে থাকে। রেস্টুরেন্টের মতো মজাদার চিকেনবল বাসাতেও বানানো যায় খুব সহজে।
বাসায় অতিথি এলেও অল্প সময়ের মধ্যে তৈরি করে পরিবেশন করতে পারেন এই মেন্যুটি।
উপকরণ
হাড় ছাড়া এক কাপ মুরগীর মাংস, ৩টি কাঁচামরিচ কুচি, আধা চা চামচ আদা ও রসুন বাটা, সোয়া চা চামচ গোলমরিচের গুঁড়ো, এক টেবিল চামচ ময়দা, এক চা চামচ সয়া সস, ফ্রেশ ধনিয়াপাতা কুচি, এক চা চামচ লেবুর রস, এক চা চামচ টমেটো সস, লবণ পরিমাণমতো।
প্রতিনিধি