Home » ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের সামনে হোঁচট খেল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের সামনে হোঁচট খেল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। বাকিদের চেয়ে স্পষ্ট ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে দলটি। প্যারাগুয়ের বিপক্ষে আজ শুক্রবারের (১৫ নভেম্বর) ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে, লিওনেল মেসিদের মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে৷ প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হারের ব্যবধান ২-১ গোল।

ম্যাচে গোলের শুরুটা করে আর্জেন্টিনা। দুরন্ত ছন্দে থাকা লাউতারো মার্টিনেজ ১১ মিনিটেই এগিয়ে নেন আলবিসেলেস্তেদের। প্যারাগুয়ের মাঠ স্তাদিও দেল চাকোতে পরের সময়টুকু কেটেছে হতাশায়। ১৯ মিনিটে গোল শোধ করেন প্যারাগুয়ের ফুটবলার অ্যান্তোনিও সানাব্রিয়া। চমৎকার এক বাইসাইকেল কিকে গোল করে আর্জেন্টিনাকে চমকে দেন তিনি। সমতায় ফেরে প্যারাগুয়ে।

গোল হজম করে মরিয়া হয়ে উঠলেও আর্জেন্টিনাকে এদিন অনেকটা খাপছাড়া মনে হয়েছে। ৭৭ শতাংশ সময় বল দখলে রাখলেও প্যারাগুয়ের গোলমুখে অন টার্গেট শট কেবল একটি। সেটি মার্টিনেজের গোল স্কোরিং শটটি৷ ছন্দে ছিলেন না মেসি। বিরতির আগে উল্টো রেফারির সঙ্গে কথার লড়াইয়ে জড়ান। ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল।

দ্বিতীয়ার্ধের শুরতে ফের হোঁচট খায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪৭ মিনিটে ওমর আলদেরেতের হেডারে লিড নেয় প্যারাগুয়ে। যে ব্যবধান বাকি সময়ে ঘোচাতে পারেনি আর্জেন্টিনা। ২-১ এ পিছিয়ে পড়া দলটি অবশ্য ৬৯ মিনিটে সুযোগ পেয়েছিল। বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দুরপাল্লার পাস খুঁজে নেয় ডি পলকে। তবে, প্যারাগুয়ে গোলকিপার গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন পল। তাতে, হতাশা বাড়ে আর্জেন্টিনা শিবিরে। যা চূড়ান্ত রূপ পায় রেফারির শেষ বাঁশি বাজার পর। ২-১ গোলের হার নিয়ে ছাড়তে হয় মাঠ। এই হারের পর লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২২।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *