Home » বাসায় ফিরলেন পরীমণি

বাসায় ফিরলেন পরীমণি

ডেস্ক নিউজ:  হাসপাতাল থেকে আজ সকালে বাসায় ফিরেছেন পরীমণি। গত শুক্রবার ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এ অভিনেত্রী। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার পর আশ্বস্ত হওয়া গেছে শঙ্কিত হওয়ার কিছু নেই। তাই চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন।

ভর্তি হওয়ার পরপরই শরীর দুর্বল হওয়ায় স্যালাইন দেওয়া হয়েছিল পরীমণিকে। সেখানে তিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে ছিলেন।

এর আগে, ঈদুল ফিতরের দিন শনিবার বুকে ব্যথা (হার্টের পালপিটিশন বাড়া) নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন পরীমণি। মূলত গ্যাস্টিকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। সে সময় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তামজিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এ নায়িকা।

বাসায় ফেরার পর বলেন, এখন অনেকটাই সুস্থ আমি। জ্বর পুরোপুরি কাবু করে দিয়েছিল। এসময় অনেকেই আমার খোঁজ-খবর নিয়েছেন। তাদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *