Home » মেসি সবকিছুর ঊর্ধ্বে, আর্জেন্টিনার জার্সি তাই থাকবে’—স্কালোনির বিশ্বাস

মেসি সবকিছুর ঊর্ধ্বে, আর্জেন্টিনার জার্সি তাই থাকবে’—স্কালোনির বিশ্বাস

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ কোনটি?

সাতপাঁচ না ভেবে ১৯ বছর আগে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের হয়ে মেসির অভিষেক ম্যাচের কথা বলতে পারেন। কিন্তু সেটি ছিল প্রীতি ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে তাঁর প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরি ম্যাচের পরের মাসে।

২০০৬ বিশ্বকাপ বাছাইয়ে সে ম্যাচে প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। ভেন্যু প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের দেল চাকো স্টেডিয়াম। মাঝের এ সময়ে এই স্টেডিয়ামে খেলেছেন মেসি। কিন্তু ১৯ বছর আগের সেই স্মৃতি উঠে আসছে অন্য কারণে। প্রায় দুই দশকের এই সময়ে মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বব্যাপী তাঁর সমাদর ও জনপ্রিয়তা প্রশ্নাতীত। কিন্তু বাংলাদেশ সময় আজ রাতে মেসি যখন এই স্টেডিয়ামে নামবেন, তখন অন্য রকম এক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *