Home » বিমানবন্দরে যাত্রী হয়রানি, দুদকের অভিযানে শাস্তির ব্যবস্থা

বিমানবন্দরে যাত্রী হয়রানি, দুদকের অভিযানে শাস্তির ব্যবস্থা

ডেস্ক নিউজ:

  ভারত থেকে আসা এক যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ দেখে বিমানবন্দরে কাস্টমসের নিরাপত্তারক্ষীকে চিহ্নিত করে দুদক টিম। ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিমানবন্দর কাস্টমস কমিশনার।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের হটলাইনে (১০৬ নম্বর) অভিযোগ আসে যে, ভারত থেকে আসা এক যাত্রীকে হয়রানি করছে বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী। যাত্রীর কাছে অন্যায়ভাবে টাকা দাবি করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনীর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে।
তিনি জানান, অভিযানে তারা (দুদক টিম)  বিমানবন্দরে সংরক্ষিত ভিডিও ফুটেজ পরীক্ষা করে ওই ব্যক্তিকে  শনাক্ত করেন। পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস কমিশনারকে এ ঘটনা জানানো হলে তিনি সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক টিমকে নিশ্চয়তা দেন। কাস্টমস কমিশনার দুদক টিমকে বলেছেন,   ভবিষ্যতে দুর্নীতি ও হয়রানি রুখতে কাস্টমস চেকিং পয়েন্টগুলোতে তার মোবাইল নম্বর প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে তার কাছে অভিযোগ করতে পারেন।
বিমানবন্দরে অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বিমানবন্দরে দুর্নীতি ও হয়রানির ঘটনা দেশের ভাবমূর্তিকে ম্লান করে, তাই এসব ঘটনা কঠোর হাতে দমন করা প্রয়োজন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *