ডেস্ক নিউজ:
ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটিতে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে ব্রাজিলের। রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। তার আগে সংখ্যায় সংখ্যায় দেখা নেওয়া যাক দুই দলের লড়াই-
মুখোমুখি পরিসংখ্যান-
১. যুগোস্লাভিয়ার সঙ্গে সার্বিয়ার সংযুক্ত থাকাকালীন পরিসংখ্যান এক্ষেত্রে অন্তর্ভুক্ত। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তাতে একটি করে জয় আছে দুই দলের। একটি করে ড্র।
২. সার্বিকভাবে ব্রাজিল ও সার্বিয়া (যুগোস্লাভিয়া সংযুক্ত) মুখোমুখি হয়েছে ১৯ বার। তাতে ব্রাজিলের জয়ের সংখ্যাই বেশি। ব্রাজিলের ১০টি জয়ের বিপরীতে সার্বিয়ার জয় দুটিতে, ড্র সাতটিতে।
৩. স্বাধীন হওয়ার পর সার্বিয়া ব্রাজিলের মুখোমুখি হয়েছে একবারই। ২০১৪ সালের প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছিল ১-০ গোলে।
৪. বিশ্বকাপে প্রথমবার সার্বিয়া (যুগোস্লাভিয়া সংযুক্ত) ব্রাজিলের মুখোমুখি হয়েছে ১৯৩০ সালে। তখন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে যুগোস্লাভিয়া।
৫. স্বাধীন হওয়ার পর সার্বিয়া বিশ্বকাপের ৬ ম্যাচেই হারের লজ্জা পেয়েছে। জয় মাত্র দুটিতে।
৬. সব মিলিয়ে ব্রাজিল অপরাজিত আছে ১৩টি ম্যাচে। যাতে জয় ৯টি আর ড্র চারটি।
বার্তা বিভাগ প্রধান