Home » আর্জেন্টিনার পতাকা আর উড়াবে না

আর্জেন্টিনার পতাকা আর উড়াবে না

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকায় আসন্ন বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের পতাকা গাছে উড়াতে গিয়ে বিদুৎস্পৃষ্টে হয়ে সুমন ইসলাম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

কলেজ ছাত্র সুমন ইসলাম উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের হাটখোলা এলাকার এরামুল হকের ছেলে। সে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের দিনে নিজ বাড়িতে বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় আর্জেন্টিনা দলের পতাকা গাছে উড়ানোর সময় বিদুৎস্পৃষ্টে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন সুমন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্রেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর থেকে তার মরদেহ এনে পারিবাকি কবরস্থানে দাপন করা হবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *