Home » ট্রাম্পের নতুন প্রশাসনে জায়গা হবে না মাইক পম্পেও ও নিক্কি হ্যালির

ট্রাম্পের নতুন প্রশাসনে জায়গা হবে না মাইক পম্পেও ও নিক্কি হ্যালির

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় সুনিশ্চিত হওয়ার পর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এখন তার দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউজ টিম গঠনে ব্যস্ত রয়েছেন। সম্ভাব্য পদগুলির জন্য ট্রাম্পের সহযোগী এবং রিপাবলিকান রাজনৈতিক অভিজ্ঞদের নাম শোনা যাচ্ছে। তবে সাবেক প্রশাসনে কাজ করা অন্তত দুজন ব্যক্তিকে তিনি নতুন প্রশাসনে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই দুজন হলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট এমন সিদ্ধান্ত জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নতুন প্রশাসনে আমন্ত্রণ জানাব না।’

তিনি আরও লিখেছেন, ‘তাদের সঙ্গে কাজ করার সময়টা আমি খুবই উপভোগ করেছি এবং আমাদের দেশের জন্য তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

হ্যালি ২০১৭ এবং ২০১৮ সালে ট্রাম্পের অধীনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক এই গভর্নর এই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কমলা হ্যারিসের বিরুদ্ধে তাকে প্রেসিডেন্ট পদে সমর্থন জানান।

পম্পেও ট্রাম্পের প্রশাসনে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং এর আগে সিআইএ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল তাকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *