Home » মিছিলের ডাক আওয়ামী লীগের, যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মিছিলের ডাক আওয়ামী লীগের, যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আগামীকাল ১০ নভেম্বর শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলেরডাক দিয়েছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পূর্ণাঙ্গ মোকাবিলা করা হবে।’

শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনও সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (দিয়ে) পূর্ণাঙ্গ মোকাবিলা করা হবে। অন্তর্বর্তী সরকার কোনও সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনও প্রচেষ্টাকে বরদাস্ত করবে না।’

এর আগে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকার গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়। দলটির বিরুদ্ধে ‘ফ্যাসীবাদী আচরণের অভিযোগ রয়েছে এবং জুলাই-আগস্টের বিক্ষোভ দমনের সময় বিপুল মানুষ হতাহতের ঘটনা ঘটে। ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *