Home » অগ্রহণযোগ্য আচরণে’র দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

অগ্রহণযোগ্য আচরণে’র দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

শাস্তিমূলক ব্যবস্থা যে নেওয়া হবে, সেটা বোঝা গিয়েছিল ঘটনার দিনই। এক দিন পর এল আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাচের মধ্যে অধিনায়কের ওপর ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলজারি জোসেফকে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বলছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদারি মানের সঙ্গে যায় না। ঘটনার জন্য জোসেফ দলের অধিনায়ক শাই হোপ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন।
স্থানীয় সময় বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় একাধিকবার মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। প্রথমবার বেরিয়ে যান ইনিংসের চতুর্থ ওভারের শেষে। ওই ওভারটি জোসেফই করেন।

ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে, টি-টোয়েন্টি সংস্করণে।
প্রথমে অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এরপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করে দলের সঙ্গে উদ্‌যাপন না করে বোলিং প্রান্তে চলে যান। একপর্যায়ে ওভার শেষ হলে অধিনায়কের সঙ্গে কথা না বলে মাঠ থেকেই বেরিয়ে যান।

এ সময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। জোসেফ মাঠে ঢোকেন ইনিংসের ষষ্ঠ ওভারে। মাঝে পঞ্চম ওভারে ১০ জন নিয়েই ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *