একজন খ্যাতি পেয়েছেন বার্সেলোনায়। লিওনেল মেসির ছায়ায় তাকে দেখছেন অনেকেই। লামিনে ইয়ামাল নামটাই এখন ফুটবল বিশ্বের বড় এক বিষ্ময়। খেলেন মেসির মতোই ডানপ্রান্তে। শৈশবে লিওনেল মেসির সান্নিধ্যে এসেছেন বলেই কি না, তার মাঝে মেসিকেই খোঁজে ফিরে ফুটবল দুনিয়া। খেলছেন বার্সেলোনাতেই। ইয়ামাল-মেসির সংযোগ খুঁজতে তাই খুব একটা কষ্ট হয় না |
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লামিনে ইয়ামালকে আজ মুখোমুখি হতে হবে অন্য এক মেসির সঙ্গে। সার্বিয়ার ১৭ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রিজা মাকসিমোভিচ এরইমাঝে নিজ দেশে খ্যাতি পেয়েছেন ‘সার্বিয়ান মেসি’ নামে। বলকান অঞ্চলে সবচেয়ে মেধাবী তরুণের তকমাটাও এরইমাঝে পেয়েছেন তিনি।
সার্বিয়ার সবচেয়ে বড় ক্লাব রেডস্টার বেলগ্রেডের হয়ে খেলছেন উঠতি এই তারকা। ইংলিশ ক্লাব লিভারপুলের নজরে আছেন অনেকটা দিন ধরেই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বার্সেলোনার লামিনে ইয়ামালকে একপ্রকার হুমকিই দিয়ে রেখেছেন মাকসিমোভিচ। সরাসরিই বলেছেন, ‘আমি মাঠে গিয়ে প্রমাণ করে দিতে চাই, আমি তার চেয়ে সেরা।’