Home » আশা করি, গুরুতর কিছু নয়: আবার চোট পেয়ে বললেন নেইমার

আশা করি, গুরুতর কিছু নয়: আবার চোট পেয়ে বললেন নেইমার

বেচারা নেইমার! চোটের কবল থেকে কিছুতেই মুক্তি মিলছে না তাঁর। এক বছর পর মাঠে ফিরেছিলেন গত ২২ অক্টোবর। আল হিলালের হয়ে একটা ম্যাচে বদলি নেমেছিলেন কিছুক্ষণের জন্য। কিন্তু প্রত্যাবর্তনের পর গতকাল দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

তবে নেইমারের আশা, এটা গুরুতর কিছু নয়। তিনি জানতেন, চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এ রকম একটু-আধটু সমস্যা হতেই পারে।
হাঁটুর লিগামেন্টের চোট কাটিয়ে ফেরার পর নেইমার প্রথম ম্যাচটা খেলেছিলেন এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে। ওই ম্যাচে অবশ্য বেশিক্ষণ মাঠে ছিলেন না, শেষ ১৩ মিনিট তাঁকে সুযোগ দিয়েছিলেন আল হিলাল কোচ জর্জে জেসুস। নেইমারও চেয়েছিলেন ধীরে ধীরে মাঠে উপস্থিতির সময় বাড়াতে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *