ডেস্ক নিউজ: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বৃহস্পতিবার (২৮ জুন) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেবেন। তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট নগরের মেন্দিবাগস্থ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন। মনোনয়নপত্র জমাদানকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাক্সক্ষী ও সমর্থকদের উপস্থিতি কামনা করেছেন।
এ ব্যাপারে সিলেট নগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
বার্তা বিভাগ প্রধান