জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ শনিবার এমন চিত্রই দেখা গেছে।
আজ ভোর থেকেই যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দলটির কেন্দ্রীয় কার্যালয় ও কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে সেখানে সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয় জাতীয় পার্টি। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।
পরে জাতীয় পার্টি তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করে। এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশের এলাকায় কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একটি মিছিল রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় দুপক্ষই তাদের ওপর হামলার দাবি করে। পরে রাতে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেয় শিক্ষার্থীরা।