ভারতের দৌরাত্ম্য থামিয়ে ২০২২ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর নতুন আসরেও তারা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বুধবার ২-১ গোলে নেপালকে ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এমন সাফল্যের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবিনা খাতুনদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছেন।
সেই বিকালে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলেন সাবিনা-মনিকারা। রাস্তার দুই পাশে অনেকেই তাদের অভিবাদন জানিয়েছেন। নির্দিষ্ট রুট দিয়ে বাফুফে ভবনে আসতে তিন ঘণ্টা সময় লেগে যায়। এই সময়ের পুরোটাই মেয়েরা নানাভাবে মেতে ছিল।
এয়ারপোর্টে ছাদখোলা বাস ছাড়ার আগে সমর্থকরা ফ্লেয়ারের মাধ্যমে রঙিন ধোঁয়া উড়িয়েছে। বাফুফে ভবনে এসেও একই চিত্র। সমর্থকরা অন্ধকার ভেদ করে ধোঁয়া উড়িয়ে সাবিনাদের বরণ করে নেন।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকাল সোয়া পাঁচটায় আসেন বাফুফে ভবনে। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তার সঙ্গে আছেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা। তারপর উইনিং বোনাস হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশাল অঙ্কের টাকা পুরস্কার দেন আসিফ।