Home » ‘এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতো’

‘এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতো’

ঢাকায় বিমানবন্দরে নেমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ, অধিনায়কসহ অন্যরা। কথা বলতে এসে তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। জাতীয় দলের সাবিনা খাতুন টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হয়ে শিরোপা জিতেছেন।  নিজের অভিব্যক্তি প্রকাশ করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই দেশের মানুষকে যারা এই জয়ের জন্য অধীর আগ্রহী ছিলেন। সকলকে খুশি করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।’

ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণরত বাংলাদেশ নারী ফুটবল দল।
ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণরত বাংলাদেশ নারী ফুটবল দল।

সাবিনা এরপরই জানান নিজের অনুভূতির কথা, ‘দ্বিতীয়বারের মতো এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতোই লাগছে। এত মানুষের সমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটুকু ভালোবাসে। আমাদের জন্য দোয়া করবেন। সকল কোচিং স্টাফ, যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরও ধন্যবাদ জানাই।’

টুর্নামেন্ট সেরা গোলকিপার রুপনা চাকমা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ছাদখোলা বাসে বাংলাদেশ নারী ফুটবল দ
ছাদখোলা বাসে বাংলাদেশ নারী ফুটবল দল

জয়সূচক গোলদাতা রিতুপর্ণা চাকমা ট্রফি পেয়ে দারুণ খুশি, ‘সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। এই ট্রফিটা দেশবাসীকে উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ট্রফি উপহার দিতে পারি।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *