Home » লন্ডনে বাঙালি এমপি রূপা হককে হত্যার হুমকি: অভিযুক্তের কারাদণ্ড

লন্ডনে বাঙালি এমপি রূপা হককে হত্যার হুমকি: অভিযুক্তের কারাদণ্ড

ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপা হক ও তার পরিবারকে হত্যার হুমকি ও ‘বর্ণবাদী’ ভয়েস মেইল পাঠিয়েছেন এক ব্যক্তি। গত মার্চ মাসে পশ্চিম লন্ডনের এই সংসদ সদস্যকে ১৬টি ভয়েসমেইল পাঠিয়ে এমন হুমকি দেন অজগে শেভাত নামে ওই ব্যক্তি।

বুধবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত মামলার রায় ঘোষণার সময় ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির ছিলেন অভিযুক্ত শেভাত।

আদালতে প্রসিকিউটর অভিযুক্তের পাঠানো কয়েকটি বার্তা পড়েও শোনান। ভয়েসে পাঠানো বার্তায় রূপা হককে ‘বাঙালি তামিল টাইগার’ বলেও অভিহিত করেন এবং বলেন যে তিনি (রূপা হক) লন্ডনে ‘অনুপ্রবেশ করেছেন’।

আদালতে অভিযুক্ত শেভাত আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘আমি যেসব শব্দ বলেছি, তার পক্ষে কোনও যুক্তিই দেখাতে পারবো না। আমি শুধু বলতে পারি যে, ওই সময়ে আমি গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছিলাম।‘ ক্রাইম অ্যান্ড ডিজঅর্ডার অ্যাক্টের অধীনে ‘জাতিগতভাবে হয়রানির’ অপরাধে শেভাত দোষী সাব্যস্ত হন।

আদালতের বিচারক রায় ঘোষণার সময় বলেন, একজন সংসদ সদস্যকে শুধু নিজের জন্যই নয়, তার পরিবারের জন্যও প্রাণনাশের হুমকি দেওয়া গুরুতর ঘটনা।

আসামিকে ১৬ সপ্তাহের কারাদণ্ড ও দেড়শ ঘণ্টা অবৈতনিক কাজের শাস্তি ও মামলার খরচ পরিশোধের আদেশ দেন আদালত।

৫২ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত রাজনীতিবিদ রূপা হক রাজনীতিতে আসার আগে সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন। তিনি সবশেষ কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসা মোহাম্মদ হক ও রওশন আরা হকের তিন কন্যার মধ্যে রূপা হক সবার বড়। তার বাবা-মা ১৯৭০ সালে ব্রিটেনে এসেছিলেন। তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। রূপা হক তার সরল ও বিনয়ী আচরণের জন্য তার নির্বাচনি এলাকার ভেতরে এবং বাইরে জনপ্রিয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *