Home » ট্রফি নিয়ে ফিরছেন সাবিনারা, প্রস্তুত ছাদখোলা বাস

ট্রফি নিয়ে ফিরছেন সাবিনারা, প্রস্তুত ছাদখোলা বাস

টানা দুবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে প্রস্তুত দেশের জনগণ। কাঠমান্ডুর হোটেলে আনন্দময় রাতের পর এক সকাল কেটেছে। বৃহস্পতিবার দুপুরেই ঢাকায় ফিরছে সাবিনা-তহুরা-শামসুন্নাহার জুনিয়রের দল। তাদের জন্য বিমানবন্দরে ছাদখোলা বাসও প্রস্তুত থাকছে। তাতে চড়ে শহর প্রদক্ষিণ করবে পুরো দল।

স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। রাতেই দশরথ স্টেডিয়ামে এক পশলা উৎসব হয়েছে। টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা তো আনন্দে মাতোয়ারা। তার গোলেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়েছে। শুধু ঋতুপর্ণা নন, দলের সব খেলোয়াড়ের আনন্দ ছিল দেখার মতো।

এখন দেশের মাটিতে তাদের সংবর্ধনার জন্য ঢাকায় ছাদখোলা বাসে আরেক পশলা উৎসব হবে। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বাসটি বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। সাবিনারা ছাদ খোলা বাসে করেই শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে পৌঁছাবে।

বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত।

সাবিনারা চেয়েছিলেন শিরোপা জিততে পারলে যেন এমন ছাদখোলা বাসে করে আবারও উৎসব করতে পারেন। তাদের সেই ইচ্ছাটাই বাফুফে পূরণ করছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *