Home » সিলেটে ভুতুড়ে বিদ্যুৎ বিভ্রাট, শীতের আগমনী দিনে লোডশেডিংয়ের যন্ত্রণায় নগরবাসী

সিলেটে ভুতুড়ে বিদ্যুৎ বিভ্রাট, শীতের আগমনী দিনে লোডশেডিংয়ের যন্ত্রণায় নগরবাসী

দিনে গরমের তীব্রতা শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া। সঙ্গে নামছে হালকা কুয়াশাও। এই পরিস্থিতির আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় বেড়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হয়েছে।

তবে বিদ্যুৎ বিভাগ বলছে, আগের তুলনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হোসাইন জানান, আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত সিলেট জোনে বিদ্যুতের চাহিদা ছিল ১৬৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হয়েছে ১১৫ মেগাওয়াট। চাহিদার তুলনায় ৩৫.১০ শতাংশ কম বিদ্যুৎ পেয়েছে সিলেট জোন।

তিনি আরও জানান, একই দিনে সিলেট জেলায় ১২৪.৫৫ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ করা হয়েছে ৮৬.১৫ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় সিলেট জেলায় ওই সময়ে ৩৮.৪০ শতাংশ কম বিদ্যুৎ পেয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *