Home » জাতীয় দল থেকে বাদ পড়লেন জামাল ভুঁইয়া

জাতীয় দল থেকে বাদ পড়লেন জামাল ভুঁইয়া

মালদ্বীপের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ১৬ জনের একটি আংশিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই স্কোয়াডে দেশের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে রাখা হয়নি, যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

এএফসি চ্যালেঞ্জ কাপে অংশ নিতে ভুটানে থাকা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে আংশিক দল ঘোষণা করা হয়েছে। কিংসের খেলোয়াড়রা ৩ নভেম্বর ভুটান থেকে ফিরলে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে সম্পূর্ণ দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, জাতীয় দলের অনুশীলন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে কোনো ক্লাবে না খেললেও জামাল সম্প্রতি ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। তবে, তার নিবন্ধন সংক্রান্ত জটিলতা এখনো সমাধান হয়নি। এই প্রীতি ম্যাচে জামালের অনুপস্থিতিতে নতুন কারো কাঁধে অধিনায়কের দায়িত্ব পড়তে যাচ্ছে।

জাতীয় দলের ফুটবলাররা আগামী ১ নভেম্বর ম্যানেজারের কাছে রিপোর্ট করবেন। তবে বর্তমান ম্যানেজার আমের খান দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়, কারণ সদ্য অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে তিনি নির্বাহী কমিটির সদস্য পদে পরাজিত হয়েছেন।
আন্দোলন নিয়ে ফুটবলার জামাল ভূঁইয়ার ভিডিও বার্তা
ঘোষিত ১৬ জনের আংশিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম

ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম

আগামী ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে এই দুটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *