Home » ফের সায়েন্সল্যাবে অবরোধ, যান চলাচল বন্ধ

ফের সায়েন্সল্যাবে অবরোধ, যান চলাচল বন্ধ

আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার পর থেকে তাঁরা সড়কটিকে অবস্থান নিতে শুরু করেন। শিক্ষার্থীদের অবস্থানের ফলে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, উপস্থিত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নাগরিকেরা। অবরোধের কারণে, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মিরপুর রোডের অন্যতম গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি জানান- স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।

এসব কলেজের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক সমস্যা নিরসনে, এরইমধ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সেই কমিটি বাতিল কোরে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কমিশন চান শিক্ষার্থীরা। বলছেন, কমিশনে শিক্ষার্থী প্রতিনিধিও রাখতে হবে।

এদিকে, মানুষকে বিপাকে ফেলে যেখানে-সেখানে আন্দোলন করা থেকে, সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে ঢাকার ঐতিহ্যবাহী ৭টি কলেজকে, অধীনে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার শাসনামলেই এই অধিভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে তৎকালীন সরকার, এর কোনো সমাধান দেয়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *