Home » উত্তরায় যৌথবাহিনীর অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী’ আলতাফ আটক

উত্তরায় যৌথবাহিনীর অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী’ আলতাফ আটক

এবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে উত্তরার বাইদা বস্তি থেকে পাঁচ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর এই আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। অভিযানে উদ্ধার হয় বেশ কিছু দেশি অস্ত্র। পাওয়া গেছে ৪টি জার্মান শেফার্ড।

উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তির ২৩ নম্বর ঘরে পাওয়া ৪টি শেফার্ডের মালিক আলতাফ। ধারণা করা হচ্ছে, আত্মরক্ষার জন্যই এদের সঙ্গে রাখতেন আলতাফ।

অভিযোগ আছে, অস্ত্র, মাদক কারবারি থেকে শুরু করে কিশোর বখাটে চক্র গড়ে উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এই ব্যক্তি। বেশ কিছু দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তবে মঙ্গলবার রাতের অভিযান থেকে রক্ষা পাননি তিনি।

উত্তরা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মাহবুব বলেন, ‘ঠোঁট কাটা আলতাফ, যে আলতাফ নামে পরিচিত এলাকাতে। প্রায় তিন সপ্তাহ পর বস্তির এই আস্তানায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে অভিযান চালিয়ে আটক করা হয়।’

সেনাবাহিনী বলছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র।

লে. কর্নেল মাহবুব বলেন, ‘উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থাকা থেকে যে অস্ত্রগুলো লুট হয় সেগুলোর একটি অংশ এই বস্তি এলাকায় থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আলতাফের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। যেখানে অস্ত্র ও মাদকের মামলাও আছে।’

উত্তরাকে সন্ত্রাস মুক্ত করতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *