Home » সিলেটে বিএনপির মিছিলে গুলি, আ. লীগের ২২৯ জনের বিরুদ্ধে আরেক মামলা

সিলেটে বিএনপির মিছিলে গুলি, আ. লীগের ২২৯ জনের বিরুদ্ধে আরেক মামলা

সিলেট নগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। কোতোয়ালি থানায় দায়েরকৃত এ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৭৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতলামা আরও ১০০/১৫০জনকে আসামি করা হয়েছে। মামলার বাদি নগরীর বাগবাড়ির নরসিংটিলা এলাকার জাকারিয়া মাসুদ খোকনের ছেলে মো. জয়নাল আবেদীন রাহেল।

শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাতে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলাটি (নং-৩২ (১০)২০২৪) রেকর্ড করা হয়।

সোমবার (২৮অক্টোবর) রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে (৪৫)। মামলায় আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের স্ত্রী ও মহিলা লীগ নেত্রী নাছিমা আক্তার রুমি (৪০), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ (৪০), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে (৪৫), মাহি উদ্দিন সেলিম (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান (৪৮), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (২৮), মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ (৩২), ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম লাকি (৫০), মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার (৩২), কুয়ারপাড় কুমারবাড়ির ইমন ইবনে সাম্রাজ, ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের আহবায়ক এনায়েত (৫৩), দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি বাবর মিয়া (৪৫), ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহেল আহমদ (৩০), মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ ((৪৫), গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জসিম উদ্দিন (৩২), ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সৌমিক (৩২), ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম বাবু মিয়া (৬০), সমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম (২৮), জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান (৪৫), সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের (৪৮)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে ১৯ জুলাই বেলা ২টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের কালেক্টরেট মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি ও অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল বের করার উদ্যোগ নেয়। এসময় মধুবন মার্কেটে পুলিশের ছাত্রছায়ায় থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা সাবেক মেয়র আনোরুজ্জামান ও মহিলা লীগ নেত্রী নাছিমা আক্তার রুমির নির্দেশে বন্দুক দিয়ে গুলি করতে থাকে। এতে মিছিলের অগ্রভাগে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হন। এ সময় ১নং আসামি তার হাতে থাকা ওয়ান শুটার বন্দুক থেকে ছোড়া গুলি বাদির মাথা ও শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে বাদি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *