Home » গৃহবধূর মৃতদেহ উদ্ধার

গৃহবধূর মৃতদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: কক্সবাজার শহরের  বৈদ্যঘোনার পাড়ায় শান্তা আকতার ওরফে মাহমুদা (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের বৈদ্যঘোনার  পাড়ার আলি হোসেন বৈদ্যর ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নারী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপেজলার জাফরাবাদ ইউপির ১ নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

বাড়িওয়ালা ছেলে বাবলু জানান, রমজান মাসে শান্তা ও শরিফ উদ্দিন দম্পত্তি তাদের ভাড়াবাসায় উঠে। রোববার সন্ধ্যায় তাদের দুজনের ঝগড়া হয়। পরে বাড়িওয়ালার স্ত্রী ও প্রতিবেশীরা গিয়ে তাদেরকে শান্ত করেন।  কিন্তু সোমবার বেলা ১১ টায়ও তাদের কোন সাড়া শব্দ না পেয়ে এক ভাড়াটিয়া বিষয়টি বাড়িওয়ালার স্ত্রীকে জানান।
বাবলু বলেন, অনেক ডাকাডাকির পরও তাদের আওয়াজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, স্বামী পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আশপাশের ৪ জন নারীকে থানায় আনা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *