ডেস্ক নিউজ: ছেলে মিশুক মেসি ভক্ত। আর্জেন্তিনার নীল-সাদা কোথাও ছেলের স্বপ্নের রঙ। সে কারণেই ছেলেকে মেসির ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখাতে রাশিয়া নিয়ে গিয়েছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।
কখনও প্লেনের সিটে বসে, কখনও বা মাঠে বসে গ্যালারিতে বাবা-ছেলের সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রসেনজিত্। তবে মেসির আর্জেন্তিনা গত ২১ জুন ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর মন খারাপ হয়ে গিয়েছিল দু’জনেরই। তবে ফের খুশির কারণ তৈরি হয়েছে। কেন বলুন তো? মিশুকের কাছে খুশির কারণ হল মা, অর্থাত্ অর্পিতা চট্টোপাধ্যায়।
প্রসেনজিত্ এবং মিশুকের সঙ্গে ছুটি কাটাতে এ দিন মস্কো পৌঁছেছেন অর্পিতা। আরও পড়ুন, টাকার জন্য ছেলেকে দেখতে দেওয়া হয়নি, অভিযোগ রাহুলের, কী বললেন প্রিয়ঙ্কা? কাজের সূত্রে অনেক সময় দু’টো আলাদা শহরে থাকেন প্রসেনজিত্ এবং অর্পিতা। ছেলেও পড়াশোনার জন্য শহরের বাইরে থাকে। ফলে তিন জনের একসঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছুটির ছবি শেয়ার করে অর্পিতা লিখেছেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। আমাদের রাশিয়া ট্রিপের কিছু আসাধারণ মুহূর্ত।’
নির্বাহী সম্পাদক