Home » তিন সপ্তাহ পর সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

তিন সপ্তাহ পর সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল জানায়, প্রায় তিন সপ্তাহ আগে বৈরুতে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর আরেক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তাঁর মৃত্যুর পর হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হিসেবে আলোচনায় ছিলেন হাশেম সাফিউদ্দিন। এবার তাঁকেও হত্যার কথা জানাল ইসরায়েল।

তবে হাশেম সাফিউদ্দিন নিহত হওয়ার ব্যাপারে এখনো মুখ খোলেনি হিজবুল্লাহ।

গত ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর হিজবুল্লাহর কর্মকর্তারা জানান, হাশেম সাফিউদ্দিনের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না।

ওই সময়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সাফিউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গতকালের বিবৃতিতে ইসরালের সামরিক বাহিনী বলেছে, বৈরুতের হামলায় সাফিউদ্দিনের পাশাপাশি হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের কমান্ডার আলী হুসেইন হাজিমাও নিহত হয়েছেন।

সাফিউদ্দিন বহু বছর ধরেই ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ হামলা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। তিনি হিজবুল্লাহর একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতেন।

সাফিউদ্দিনকে ২০১৭ সালে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *