শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দলএসিসি
টুর্নামেন্টের নাম ইমার্জিং বা উদীয়মানদের এশিয়া কাপ হলেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, এমন ৮ খেলোয়াড়কে পাঠিয়েছে বিসিবি। তবু প্রত্যাশার ধারেকাছে যেতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। আফগানদের পর লঙ্কানদের কাছেও হেরে তাওহিদ হৃদয়–মোহাম্মদ নাঈম–আকবর আলীরা বিদায় নিলেন গ্রুপ পর্ব থেকেই।
ওমানের রাজধানী মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬১ রান করেছিল শ্রীলঙ্কা ‘এ’। জবাবে বাংলাদেশ ‘এ’ ৭ উইকেট হারিয়ে করতে পারে ১৪২ রান। ১৯ রানের জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠে গেল লঙ্কানরা। তাদের সঙ্গী হলো আফগানিস্তান।
বিস্তারিত আসছে…
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ‘এ’: ২০ ওভারে ১৬১/৭
(রতনায়েকে ৪২, উদারা ৩৫, আরাচ্চিগে ৩০; রেজাউর ২/৩৫, রিপন ২/৩৬)।
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৪২/৭
(হায়দার ৩৮*, সাইফ ২৯, পারভেজ ২৪; হেমন্ত ৩/২৩)।
ফল: শ্রীলঙ্কা ‘এ’ ১৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দুশান হেমন্ত।
প্রতিনিধি