Home » ভারতে কমলা আনতে গিয়ে কোম্পানীগঞ্জের দুই যুবক গুলিবিদ্ধ

ভারতে কমলা আনতে গিয়ে কোম্পানীগঞ্জের দুই যুবক গুলিবিদ্ধ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ রবিবার উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে যান। তখন তাঁরা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দেন।

এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমান জানান, তিনি লোকমুখে শুনেছেন, তিনটি গুলি ছুড়েছে খাসিয়া। এতে সুমন ও জয়নাল মিয়া আহত হন। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থার গুরুতর।

নাম প্রকাশে অনিচ্ছুক ৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার বলেন, আমরাও লোকমুখে শুনেছি। আমি বিএসএফকে জানিয়েছিলাম, তারা অস্বীকার করেছে। তারা বলেছে, হয়তো খাসিয়া গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *